টিকা নিচ্ছেন রাষ্ট্রপতিও

0
795
Spread the love

করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বিকাল ৫টায় তিনি টিকা গ্রহণ করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ মার্চ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন।

চলতি বছর ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচটি হাসপাতালে প্রথমবারের মতো করোনার টিকা দেওয়া হয়। পরে ৭ ফেব্রুয়ারি শুরু হয় দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি। দেশব্যাপী এক হাজার পাঁচটি কেন্দ্রে করোনার টিকা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিশেষ ব্যক্তি এবং মন্ত্রীরা টিকার প্রথম ডোজ নিয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে