রাজধানীর জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ হোম কোয়ারেন্টিনে আছেন।
হাসপাতালের যুগ্ম-পরিচালক অধ্যাপক ডা. বদরুল হক শুক্রবার গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন।
ডা. বদরুল বলেন, গত ১৩ সেপ্টেম্বর অধ্যাপক ডা. দীন মোহাম্মদের নমুনা পরীক্ষা করা হয়।
পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। ১৫ সেপ্টেম্বর আবারও তার নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে।
তিনি আরও জানান, তার প্রথমবার পজিটিভ এসেছে, দ্বিতীয়বার নেগেটিভ। এ কারণে নিয়ম মাফিক তিনি বাসায় কোয়ারেন্টিনে আছেন। তিনি সুস্থ আছেন।
অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ বাংলাদেশের একজন খ্যাতিমান স্নায়ুরোগ বিশেষজ্ঞ। তিনি ১৯৭৮ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেন।
১৯৯৬ সালে তিনি ওই কলেজে স্নায়ুরোগ বিভাগের অধ্যাপক পদে যোগ দেন।
২০০৬ থেকে ২০১৪ পর্যন্ত তিনি ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক।
সূত্রঃ যুগান্তর