দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ল

0
239
Spread the love

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৩৪ জনে।

এছাড়া নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩১০ জন। ফলে এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত বেড়ে  দাঁড়িয়েছে ২০ লাখ ১৪ হাজার ৮৮৭ জনে।

রবিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮১টি ল্যাবরেটরিতে ৩ হাজার ৫০০টি নমুনা সংগ্রহ ও ৩ হাজার ৪৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ৯৪ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৮ দশমিক ৮.৮৭ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯২ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা ১৯ লাখ ৫৮ হাজার ৭৪৬ জন।

এর আগে গতকাল শনিবার দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। সেই সঙ্গে করোনা রোগী শনাক্ত হয়েছিল ২২২ জন। আগের দিনও করোনায় ১ জনের মৃত্যু হয়েছিল এবং রোগী শনাক্ত হয়েছিলেন ২৭৮ জন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে