প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ একজন এবং নারী একজন। সবাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯৭৫ জনে।
একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ১৫৫ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৫৭৯ জনে। এর আগের দিন (২৬ নভেম্বর) তিনজনের মৃত্যু ও শনাক্ত হয়েছিল ২৩৯ জন।
শনিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৩৬টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ১৪২টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৪৬২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ কোটি ৮ লাখ ৩২ হাজার ২৪৭ জন।
এ সময়ে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ১৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫৫ শতাংশ।
মৃত ২৭ হাজার ৯৭৫ জনের মধ্যে পুরুষ ১৭ হাজার ৯০১ জন ও নারী ১০ হাজার ৬৮ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত দুইজনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন এবং ষাটোর্ধ্ব একজনের মৃত্যু হয়। মৃত দুইজনই ঢাকা বিভাগের।