নিয়োগ, বদলি ও তদবির নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সতর্ক বার্তা!

0
1127
Spread the love

স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে যে, নিয়োগ, বদলি বা কাজের তদবিরের কথা বলে একটি প্রতারক চক্র বিকাশের মাধ্যমে টাকা চাচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ কথা জানানো হয়।

এতে জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ে কর্মরত বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তার নাম করে দেশের স্বাস্থ্যসেবা শাখার বিভিন্ন অফিসে বিকাশে টাকা চাওয়া, নিয়োগ, বদলি বা কাজের তদবির করা হচ্ছে। এ ধরনের কাজের সঙ্গে জড়িতদের ব্যাপারে নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার অনুরোধ করা যাচ্ছে। বাসস

ইত্তেফাক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে