কারাদন্ড ১১ দালালের
রাজধানীর শ্যামলীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) আসা রোগীদের অন্যত্র নেওয়ার অভিযোগে ১১ দালালকে কারাদন্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে পঙ্গু হাসপাতালে অভিযান চালিয়ে তাদের সাজা দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
তিনি জানান, চিকিৎসাসেবা গ্রহণে সাধারণ রোগীদের হয়রানি, জীবন ও অর্থ হানি করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তথাকথিত প্রভাবশালী ব্যক্তির একটি সিন্ডিকেটের (দালাল) বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। এ চক্রটি বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ রোগীদের জিম্মি করে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে কম খরচে উন্নতমানের চিকিৎসার প্রলোভন দেখাত। ওইসব প্রাইভেট হাসপাতালে নামসর্বস্ব ও ভুয়া ডাক্তার দিয়ে চিকিৎসাসেবা প্রদান এবং বিভিন্ন ধরনের সংবেদনশীল ও জটিল অস্ত্রোপচার করা হয়।
এতে রোগীরা উপযুক্ত সেবা থেকে বঞ্চিত হয় এবং কিছু ক্ষেত্রে তাদের মারাত্মকভাবে জীবন-অঙ্গ হানিসহ আর্থিক ক্ষতির অভিযোগ রয়েছে। পরে রোগীদের মোটা অঙ্কের বিল ধরিয়ে দেওয়া হয়। বিল পরিশোধ না করতে পারলে তাদের রিলিজ দেওয়া হতো না। উল্টো জিম্মি করে রাখা হতো। এ চক্রের দুই নারী ও নয়জন পুরুষকে বিনাশ্রম ছয় মাস করে কারাদন্ড দেওয়া হয়েছে।