বাংলাদেশ, নাইজেরিয়া, ভিয়েতনাম এবং জিম্বাবুয়ে থেকে দুবাইগামী যাত্রীবাহী ফ্লাইট এখনও সম্ভব নয়। কারণ এসব দেশের বিমানবন্দরগুলোতে র্যাপিড পিসিআর পরীক্ষার ব্যবস্থা নেই। এমিরেটস এয়ারলাইন্স’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন খালিজ টাইমস। এমিরেটসের ওয়েবসাইটে এ বিষয়ে একটি আপডেট বিবৃতি দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে- চূড়ান্ত গন্তব্য হিসেবে যেসব যাত্রী সফর করবেন বাংলাদেশ, নাইজেরিয়া, ভিয়েতনাম এবং জিম্বাবুয়ে থেকে, তাদের জন্য সফর বর্তমান অবস্থায় সম্ভব নয়। কারণ, সংশ্লিষ্ট দেশের বিমানবন্দরগুলোকে কোনো র্যাপিড পিসিআর পরীক্ষার ব্যবস্থা নেই।
এমিরেটট যে গাইডলাইন্স দিয়েছে তা মেনে, যদি তারা কোভিড-১৯ সংশ্লিষ্ট প্রয়োজনীয় সব পরীক্ষা করান, তবে ওই পাঁচটি দেশ থেকে অধিবাসীরা দুবাই সফর করতে পারবেন। সম্রাট ট্রাভেলসের অপারেশন ম্যানেজার মালিক বেদেকার খালিজ টাইমসকে বলেছেন, বাংলাদেশে ভ্রমণকারীদের উচ্চ মাত্রায় চাহিদা আছে।
তা সত্ত্বেও দক্ষিণ এশিয়ার এ দেশটি থেকে ভ্রমণকারী ও পর্যটক ভিসাধারীদের বিষয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর পরিষ্কার না। একবার বিমান সংস্থাগুলো যখন এ নিয়মগুলো পরিষ্কার করবে, আমার মনে হয় আবার বিমানের ভাড়া বেড়ে যাবে। সম্প্রতি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপাল থেকে দুবাইয়ের টিকেটের চাহিদা বেড়ে গেছে।