বিএসএমএমইউ হেপাটোলজি এ্যালুমনাই এসোসিয়েশনের উদ্যোগে আজ রবিবার (২৬ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে হেপাটোলজি বিভাগে ‘পিঠা উৎসবের’ আয়োজন করা হয়।
প্রকৃতিতে যখন শীতের আমেজ আর বাংলার ঘরে ঘরে নবান্নের ছোয়া, তখন কর্মব্যস্ত নগর জীবনের শত ব্যস্ততার ফাকে কোভিড-১৯ এর বিরুদ্ধে ফ্রন্টলাইনে নিয়োজিত এদেশের লিভার বিশেষজ্ঞদের নিয়ে, যান্ত্রিকতার ভিড়ে কিছুটা সুন্দর সময় কাটানোর লক্ষ্যে বিএসএমএমইউ হেপাটোলজি এ্যালুমনাই এসোসিয়েশন এই উদ্যোগটি গ্রহন করে।
সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য্য অধ্যাপক ডাঃ শারফুদ্দিন আহমেদ, পিঠা উৎসবটি আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেন।
এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে লিভার বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ আব্দুর রহিমের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্নীল)।
অনুষ্ঠানটিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য্য (গবেষনা ও উন্নয়ন) ও পেডিয়াট্রিক কার্ডিওলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ আইয়ূব আল মামুন।
অনুষ্ঠানটিতে সাবেক ইউজিসি অধ্যাপক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের সাবেক অধ্যাপক ডাঃ সেলিমুর রহমান, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মোঃ নজরুল ইসলাম খান, প্রক্টর অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান দুলাল, ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সোহেল মাহমুদ আরাফাত, নিউরোমেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ আবু নাসের রিজভী, ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ আফজালুন্নেসা, পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ রোকনুজ্জামান, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ আসাদুল ইসলাম, লাইব্রেরিয়ান অধ্যাপক ডাঃ হারিসুল হক, চক্ষুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডাঃ নুজহাত চৌধুরীসহ বিভিন্ন বিভাগের ফ্যাকাল্টিবৃন্দ এবং রংপুর মেডিকেল কলেজের হেপাটোলজি বিভাগের প্রধান ডাঃ মাহবুব হোসেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হেপাটোলজি বিভাগের প্রধান ডাঃ জাহাঙ্গীর সরকারসহ সারা দেশ থেকে প্রায় পঞ্চাশজন লিভার বিশেষজ্ঞ অংশগ্রহন করেন। অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক, কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বাংলাদেশের নিজস্ব কোভিড-১৯ ভ্যাকসিন বঙ্গভ্যাক্সের অন্যতম আবিস্কারক ড. নাজনীন সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. অসীম সরকার, ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইশেনের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের এসিসট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব ইউসুফ লিটন ও রিজিওনাল সেল্স ম্যানেজার জনাব তানভির রহমান অংশগ্রহন করেন।
হেপাটোলজি ও পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলোজি বিভাগে ভর্তি রোগী এবং তাদের এটেনডেন্টদের মধ্যে পিঠা বিতরন ও শীতের আনন্দ ভাগাভাগি করার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।