বাংলাদেশে টিকা পাঠাতে শুরু করেছে সেরাম

    0
    315
    Spread the love

    দীর্ঘ ৭ মাস পর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তির বাকি টিকা পাঠাতে শুরু করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট। আজ বিকাল ৫টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেরাম ইনস্টিটিউটে তৈরি ১০ লাখ ডোজ কোভিশিল্ড টিকার একটি চালান এসে পৌঁছাবে। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

    উল্লেখ্য, গত বছরের ৫ই নভেম্বর সেরাম থেকে তিন কোটি ডোজ টিকা কেনার সমঝোতা স্মারক সই হয়। এরপর ১৩ই ডিসেম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে টিকা কেনার চুক্তি হয় সেরাম ইনস্টিটিউটের। চুক্তি অনুযায়ী মার্চ পর্যন্ত তিন মাসে বাংলাদেশে দেড় কোটি ডোজ টিকা আসার কথা ছিল। কিন্তু ২৫শে জানুয়ারি প্রথাম চালানে ৫০ লাখ ডোজ টিকা পাঠায় সেরাম। এরপর ২৩শে ফেব্রুয়ারি আসে ২০ লাখ ডোজ টিকা। এছাড়া ভারত সরকারের উপহার হিসেবে এসেছে আরও ৩২ লাখ ডোজ টিকা।

    সব মিলিয়ে এক কোটি ২ লাখ ডোজ কোভিশিল্ড টিকা আসে। ফেব্রুয়ারির ভারতে করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় টিকা সরবরাহ বন্ধ করে দেয় সেরাম।

    একটি উত্তর ত্যাগ

    আপনার মন্তব্য লিখুন দয়া করে!
    এখানে আপনার নাম লিখুন দয়া করে