‘বেসরকারি হাসপাতালে ৭০ শতাংশ অস্ত্রোপচারে সন্তান হয়’

0
463

বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারে সন্তান প্রসব বেশি হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘এখনও বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে গেলে ৭০ শতাংশ গর্ভবতী নারীদের সিজার (অস্ত্রোপচার) করা হয়। এটাও আমাদের কমাতে হবে। এর কারণে নারীদের কর্মক্ষমতা খর্ব করা হয়। আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা কম, আশানুরূপ নয়। এটা আমরা বাড়ানোর চেষ্টা করছি।’

বুধবার বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে দিবসটি উপলক্ষে একটি বিশেষ আলোচনা সভার অংশ নিয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশে বেশ কিছু চ্যালেঞ্জ আছে। দেশে বাল্যবিবাহ এখনও থামানো যায়নি। এটি একেবারে নির্মূল করতে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশে বর্তমানে দারিদ্রতা ১৫ ভাগ রয়েছে। দেশের মানুষকে দরিদ্র রেখে সামনে এগিয়ে চলা কঠিন। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৮০ শতাংশ দরিদ্র হার থেকে কমিয়ে এনে এখন মাত্র ১৫ শতাংশে নামিয়ে এনেছেন। এর পাশাপাশি মানুষকে স্বাস্থ্য সচেতন হিসেবে গড়ে তুলতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেন্ডার সমতা আনয়নে কাজ করেছেন। প্রধানমন্ত্রী জনসংখ্যা নিয়ন্ত্রণ নয়, জনসংখ্যাকে দক্ষ করার জন্য কাজ করছেন। আমরা জনসংখ্যাকে জনশক্তিতে রুপান্তরিত করার ফলে দেশ আজ এ পর্যায়ে উন্নতি লাভ করেছে। ‘জেন্ডার সমতাই শক্তি: নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন’ প্রতিপাদ্য নিয়ে দেশে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৩ পালিত হয়েছে।”

স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি উপস্থিত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর বক্তব্য দেন।