ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ হাজার ৯০৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, যা গতকালের থেকে খানিকটা বেশি। এছাড়া দেশটিতে এখন পর্যন্ত মোট করোনা সংক্রমিত ৩ কোটি ৪৩ লাখ ৮ হাজার ১৪০ জন। বুধবার ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।
তবে দেশটিতে গত ২৪ ঘণ্টায় কমল মৃতের সংখ্যাও। একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৩১১ জন। এখন পর্যন্ত ভারতে মোট করোনায় মারা গেছেন ৪ লাখ ৫৯ হাজার ১৯১ জন।
বর্তমানে দেশটিতে করোনায় চিকিৎসাধীন রোগী ১ লাখ ৫১ হাজার ২০৯ জন, যা গত ২৫২ দিনে সর্বনিম্ন। সংক্রমণ ঠেকাতে করোনাবিধি নিয়ে নতুন করে কড়াকড়ি শুরু হয়েছে। জারি হয়েছে একাধিক বিধিনিষেধ। ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হারও।
পরিসংখ্যান অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত দেশে ৩ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার ৭৪০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৪ হাজার ১৫৯ জন।