মাস্ক ছাড়া বেপরোয়া চলাফেরায় সংক্রমণ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

0
367
Spread the love

মাস্ক ছাড়া বেপরোয়াভাবে চলাফেরা এবং ওমিক্রণের কারণে করোনার সংক্রমণ বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ওমিক্রনের উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় বেসরকারি হাসপাতালের প্রস্তুতি বিষয়ে এক মতবিনিময় সভা থেকে তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম, দেশের বিভিন্ন মেডিক্যালের প্রতিনিধিরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে