মৃগীরোগীদের সঠিক চিকিৎসার জন্য মৃগীরোগ চিকিৎসার গাইড লাইনের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই গাইড লাইনের শুভ উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি।
সোসাইটি অফ নিউরোলজিস্ট অফ বাংলাদেশ এর উদ্যোগে তৈরিকৃত এই গাইড লাইন প্রকাশের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসএমএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের মাননীয় সচিব জনাব আলী নুর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশিদ আলম, বিসিপিএস সভাপতি অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ। সভাপতিত্ব করেন সোসাইটি অফ নিউরোলজিস্ট বাংলাদেশের সভাপতি ডা. ফিরোজ আহমেদ কোরাইশী । স্বাগত বক্তব্য রাখেন সোসাইটি অফ নিউরোলজিস্ট বাংলাদেশের মহাসচিব ডা. মোঃ রফিকুল ইসলাম । উক্ত অনুষ্ঠানে সোসাইটি অফ নিউরোলজিস্ট বাংলাদেশের সন্মানিত সদস্যবৃন্দ ও অন্যান্য নিউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসকগণ অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বে প্রায় ৫ (পাঁচ) কোটি লোক মৃগীরোগে আক্রান্ত । বাংলাদেশে প্রতি হাজারে ৮.৪ জন লোক মৃগীরোগে আক্রান্ত । সেই হিসেবে এদেশে প্রায় পৌনে ১৪ লক্ষ মৃগীরোগী আছে । শতকরা প্রায় ৮০ হন মৃগীরোগী উন্নয়নশীল, দরিদ্র, মধ্যম আয়ের অথবা স্বল্প বিশেষজ্ঞ সম্পন্ন দেশে বিদ্যমান । গবেষণায় প্রমানিত হয়েছে, সঠিকভাবে রোগ নির্ণয় এবং চিকিৎসা নিলে ৭০ ভাগ মৃগীরোগী ভাল থাকে ।