যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়েছে আট শিশু

0
945
Spread the love

যশোর সদর উপজেলার পুলেরহাটে শিশু উন্নয়ন কেন্দ্র থেকে বন্দী আট শিশু পালিয়ে গেছে। রবিবার রাত সোয়া ২টার দিকে বাথরুমের জানালার গ্রিল ভেঙে তারা পালিয়ে যায় বলে জানিয়েছেন শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক জাকির হোসেন। এ ব্যাপারে কেন্দ্রের পক্ষ থেকে যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পালিয়ে যাওয়া আট শিশু হলো- যশোরের হৃদয়, ফারদিন, আবদুল কাদের, খুলনার রোহান গাজী, সোহাগ শেখ, নড়াইলের মুন্না গাজী, গোপালগঞ্জের শাহ আলম ও বরিশালের মাইনুর রহমান শাকিব।

যশোর পুলিশ সুপার মো. আশরাফ হোসেন বলেন, বন্দী শিশুদের মধ্যে যারা একটু বেশি উপদ্রব করে, স্পেশাল কেয়ারের জন্য তাদের গার্ড রুমের পেছনে আলাদা একটি কোয়ারেন্টাইনে রাখে কর্তৃপক্ষ। সেই কোয়ারেন্টাইনের বাথরুমের জানালার গ্রিল ভেঙে ওই আট শিশু পালিয়ে  যায়। সেখানে বৈদ্যুতিক লাইন মেরামতের জন্য একটি মই ছিল। পালিয়ে যাওয়ার জন্য এ মইটি ব্যবহার করে তারা। পালিয়ে যাওয়া শিশুদের আটক করতে অভিযান শুরু হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে