দেশে প্রায় ১৮ লাখের মতো শিশু জটিল রক্তরোগ লিউকেমিয়ায় (অস্থিমজ্জার ক্যান্সার) আক্রান্ত। প্রতিদিনই এ রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে নেই সুনির্দিষ্ট কোনো চিকিৎসা। ফলে প্রতিবছর চিকিৎসার অভাবে বহু শিশু প্রাণ হারাচ্ছে। তবে, দেশে প্রথমবারের মতো এই অস্থিমজ্জার ক্যান্সারের ওষুধ আনতে যাচ্ছে বাংলাদেশি শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস, যা বিশ্বের অন্যতম শীর্ষ গবেষণাভিত্তিক ফার্মাসিউটিক্যালস কোম্পানি সুইজারল্যান্ডের এফ. হফম্যান-লা রোশ তৈরি করেছে। একইসঙ্গে প্রতিষ্ঠান দুটি বাংলাদেশে ক্যান্সার, চোখ ও মস্তিষ্কের জটিল সমস্যাজনিত মারাত্মক রোগের চিকিৎসার বিভিন্ন বিষয়ে সমন্বয় সাধনে একটি সমঝোতা স্বাক্ষর করেছে।
এ চুক্তির মাধ্যমে লিউকেমিয়া চিকিৎসা বৈশ্বিক মানে উন্নত হওয়ার পথে আরও এগিয়ে যাওয়ায় আশা করছেন সংশ্লিষ্টরা।
আজ রবিবার রাতে রাজধানীর রেডিসন ব্লু হোটেল এ সমঝোতা স্বাক্ষরিত হয়। পরে সাংবাদিকদের কাছে অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী।
তিনি বলেন, ‘লিকিউমিয়া নামক একটি রোগের বিষয়ে সবাই জানেন। বিশেষ করে যারা ছোট বাচ্চা, তারাই এই রোগে আক্রান্ত হয়। এ রোগের ফলে তাদের ব্লাড সেলগুলো ভেঙে যায়, ফলে তাদেরকে নানা ঔষধ দিতে হয়, ব্লাড ট্রান্সমিশন করতে হয়। আমাদের জানা মতে এরকম প্রায় ১৮ লাখের মতো শিশু বাংলাদেশে আছে, কিন্তু এতোদিন বাংলাদেশ এই রোগটার এমন কোন ওষুধ ছিল না যা নিরাময় দিতে পারে। সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি রুশ সম্প্রতি একটি ওষুধ আবিষ্কার করেছে, যেটা এই লিকিউমিয়া রোগ প্রতিরোধ ও চিকিৎসায় যুগান্তকারী ভূমিকা রাখবে।’
রেডিয়েন্ট চেয়ারম্যান বলেন, ‘ওষুধটির যদি আপনারা আন্তর্জাতিক মূল্য দেখেন, তাহলে আমাদের অনেকের পক্ষেই এটা কেনা সম্ভব নয়। আমাদের দেশটা হলো এমন যেখানে প্যারাসিটামল থেকে শুরু করে ক্যানসারের ওষুধ পর্যন্ত সমস্তটাই নিজের পকেটের পয়সা দিয়ে কিনতে হয়। আমাদের কোন হেলথ ইন্সুরেন্স নেই বা অন্য কোন সহযোগিতা বলতে গেলে নেই। তাছাড়া এই রোগটিতে (লিউকিমিয়া) যেহেতু ছোট বাচ্চারা আক্রান্ত হয়, তাই এটি আমাদের কাছে একটি মানবীর বিষয়। সেক্ষেত্রে দামের বিষয়টিও আমরা মানবীয় রাখার চেষ্টা করবো।’
তিনি বলেন, ‘আমরা সরকারের সাথে ওষুধটি নিয়ে কথা বলেছি, সরকারও লিউকেমিয়ার জন্য কাজ করছে। আমরা সরকারকে বলেছি, এই ওষুধটা যদি সরকারিভাবে ওনাদের কাছ থেকে নিয়ে সাধারণ মানুষদের বিনামূল্যে বা স্বল্পমূল্যে দেওয়া হয়, তাহলে রুশ সরকারের জন্য অত্যন্ত ন্যূনতম মূল্যে এটি সরবরাহ করবে। বাংলাদেশে কোভিড মোকাবিলায় রেডিয়েন সহযোগিতা করেছে। বিশেষ করে জটিল কোনো ওষুধের যাতে সংকটে না পড়তে হয় সেজন্য সরকারের সঙ্গে আমরা সমন্বয় করে কাজ করেছি। বর্তমানে অনেক জটিল রোগের জীবনরক্ষকারী বিশেষ ওষুধ আমরাই কেবলমাত্র সরবরাহ করছি। রোশের সঙ্গে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশের ওষুধ শিল্পের পাশাপাশি বৃহত্তর অর্থে দেশ ও দেশের নাগরিক উপকৃত হবে।’
রোশ ফার্মাসিউটিক্যালসের সেন্ট্রাল ইউরোপ, তুরস্ক ও ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক প্রধান আদ্রিয়ানো ট্রেভে বলেন, ‘ওষুধ শিল্পে বাংলাদেশ যথেষ্ট সুনাম কুড়িয়েছে। দিন দিন আরও উন্নত হচ্ছে। আরও আধুনিকতা আনতে সহযোগিতা করতে চাই আমরা। এ চুক্তির ফলে নতুন অনেকগুলো সম্ভাবনার দ্বার খুলে যাবে এবং বাংলাদেশের রোগীদের জন্য রোশের উন্নতমানের ইনোভেটিভ ওষুধ পাওয়ার পথ সহজতর হয়ে যাবে।’