শীতে উপকারী যেসব ভেষজ

0
814
Spread the love

আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শীতে নানা রোগ ও শারীরিক সমস্যা দেখা দেয়। এ পরিস্থিতিতে শরীর সুস্থ রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো জরুরি। এক্ষেত্রে হলুদ, পার্সলে, আদা থেকে শুরু করে একাধিক ভেষজ উদ্ভিদ দারুণ উপকার করে। এ সময় নিয়মিত যেসব ভেষজ উপাদান খেলে উপকারিতা পাওয়া যায়-

হলুদ : প্রাচীনকাল থেকে এমনকী আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রেও হলুদের উপকারিতার কথা বলা আছে। এর অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান শরীরের একাধিক সমস্যা দূর করতে পারে। মস্তিষ্কের স্বাস্থ্য ঠিক রাখার পাশাপাশি হজম, হৃদরোগজনিত জটিলতা, ইউরিনের সমস্যা, রক্ত পরিস্কারসহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় হলুদ। হলুদে উপস্থিত কারকিউমিন উপাদান পেশি ও অস্থিসন্ধির ব্যথা দূর করতে পারে। হলুদ অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় এটি মানসিক অবসাদও দূর করতে সাহায্য করে।

পার্সলে : পার্সলের মধ্যে ভিটামিন এ, সি, কে, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়াম, আয়রন ও একাধিক খনিজ লবণ থাকে। তাই পার্সলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি দীর্ঘ স্থায়ী নানা রোগ দূর করতে পারে। ডায়াবেটিস নিয়ন্ত্রণেও পার্সলে পাতা বেশ উপকারী।

আদা : আদায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ঠান্ডা লাগা, নানা ধরনের ভাইরাল জ্বর, পেশিতে ব্যথাসহ বিভিন্ন রোগ থেকে মুক্তি দেয়। এর অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান শরীর সতেজ রাখে।

মেথি : প্রাচীনকাল থেকে মেথির ব্যবহার রয়েছে। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রেও মেথির উল্লেখ রয়েছে। অনেকেই মেথি ভেজানো পানি পান করেন। তবে মেথির পানি ছাড়া অঙ্কুরিত মেথি খাওয়া যেতে পারে। কোনো তরকারি বা কারিতেও মেথি দিয়ে খাওয়া যেতে পারে। ডায়াবেটিস, কোলেস্টেরল, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে মেথি। এটি শরীরে টেস্টোস্টেরনের মাত্রাও ঠিক রাখে।

পুদিনা : একাধিক উপকারিতা রয়েছে এই ভেষজ উদ্ভিদের। শরীর ভালো রাখতে নির্দিষ্ট নিয়ম মেনে পুদিনার রস খাওয়া যেতে পারে। পুদিনার পাতা ভালো করে ধুয়ে চিবিয়ে খাওয়া যেতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের সালাদ, জুস বা চাটনিতে ব্যবহার করা যেতে পারে পুদিনা। কোষ্ঠকাঠিন্য, বদহজম, মুখের দুর্গন্ধ, ঠান্ড লাগা, অবসাদসহ একাধিক সমস্যা দূর করতে ভূমিকা রাখে পুদিনা পাতা।

এসব ছাড়াও রোজমেরি, ধনেপাতা, তুলসির মতো ভেষজ উপাদানও শরীর সুস্থ রাখতে সাহায্য করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে