সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধানী ভবনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি পদে অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু ও মহাসচিব পদে অধ্যাপক ডা. মো. জয়নুল ইসলাম সমন্বয়ে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যকরী পরিষদ (২০২৩-২৫) সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভায় সমিতির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ, কেন্দ্রীয় কাউন্সিলর এবং মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থিত জোনসমূহের প্রতিনিধিবৃন্দসহ উপস্থিত ছিলেন।সভায় সভাপতিত্ব করেন সমিতির বর্তমান কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি অধ্যাপক ডা. তোসাদ্দেক হোসেন সিদ্দিকী। সভায় সমিতির বিগত বছরগুলোর কর্মকান্ডের হিসাব-নিকাশ, সাফল্য-ব্যর্থতা আলোচিত হয় এবং আগামী বছরের কার্যক্রমের দিক নির্দেশনা গৃহীত হয়।
সমিতির অন্যান্য সদস্যবৃন্দ হলেন সহ-সভাপতি প্রকৌশলী খন্দকার মেসবাহউদ্দিন আাহমেদ, ডা. ফজলুল হক কাশেম, ডা. নীহার রঞ্জন রায়, কোষাধ্যক্ষ ডা. মঈনউদ্দিন আহমেদ মঞ্জু, যুগ্ম মহাসচিব ডা. মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ডা. মো. মনির হোসেন, প্রচারও প্রকাশনা সম্পাদক ডা. মশিউর রহমান খসরু, গণযোগাযোগ সম্পাদক ডা. মো. আতিকুর রহমান, ও দপ্তর সম্পাদক ডা. নাজমুল হাসান খোন্দকার।
সদস্যবৃন্দ হলেন ডা. সানজিদা ইসলাম ইরা, অধ্যাপক ডা. দীপল কৃষ্ণ অধিকারী, ডা. মাহমুদ উজ জাহান রিপন, ডা. পবিত্র কুমার দেবনাথ, ডা. মনসুর আহমেদ, তাহসিন আলম সাইম, সৌমিক দাস প্রান্ত এবং সমিতির ১০টি জোনের ১০ জন কেন্দ্রীয় প্রতিনিধি।