সিপিআর প্রশিক্ষণে লিঙ্গ ও স্বাস্থ্য সমতার দিকে নজর দেওয়ার আহ্বান

0
25
Spread the love

অস্ট্রেলিয়ার রয়াল উইমেন্স হসপিটালের এক গবেষণায় দেখা গেছে, সিপিআর (CPR) প্রশিক্ষণে ব্যবহৃত ম্যানিকিনগুলোর মধ্যে প্রায় সবগুলোরই চেহারা পুরুষের মতো বা লিঙ্গনিরপেক্ষ। মাত্র একটি মডেলে স্তনের প্রলেপ দেওয়া ছিল।

গবেষণার প্রধান ড. রেবেকা স্যাজাবো জানান, নারীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সিপিআর প্রশিক্ষণে ম্যানিকিনের নকশায় লিঙ্গ বৈচিত্র্য আনা জরুরি। তিনি বলেন, প্রশিক্ষণে পুরুষ ও নারীর উভয়ের প্রতিনিধিত্ব থাকা ম্যানিকিন ব্যবহার করা হলে বাস্তব পরিস্থিতিতে নারীদের সাহায্য করতে মানুষ আরও আত্মবিশ্বাসী হবে।

তিনি আরও জানান, সিপিআর প্রয়োগের পদ্ধতি নারী বা পুরুষ উভয়ের জন্য একই হলেও স্তনের উপস্থিতি ডিফিব্রিলেটর প্যাড বসানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।

গবেষণায় বলা হয়েছে, স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা নীতিমালায় লিঙ্গ ও লিঙ্গভিত্তিক সমতা নিশ্চিত করতে হবে। গবেষকরা মনে করেন, এসব বৈষম্য নারীদের জীবন সুরক্ষার ক্ষেত্রে গুরুতর ঝুঁকি তৈরি করছে।

নারী স্বাস্থ্য সুরক্ষায় লিঙ্গবৈষম্যের এই চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষকরা সরকারি প্রতিষ্ঠান, প্রশিক্ষণ সংস্থা এবং মেডিকেল সরঞ্জাম নির্মাতা কোম্পানিগুলোকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে