স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালকের রুটিন দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আহমেদুল কবীর। আজ সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আহমেদুল কবীর বর্তমানে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে কর্মরত। নিয়মিত মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি অধিদপ্তরের মহাপরিচালকের রুটিন দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আহমেদুল কবীরকে অধিদপ্তরের মহাপরিচালকের রুটিন দায়িত্ব পালনের অনুমতিসহ গুরুত্বপূর্ণ আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য আয়ন-ব্যয়ন কর্মকর্তার (ডিডিও) ক্ষমতা অর্পণ করা হলো। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সবশেষ অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন। তার মেয়াদ গত ৩১ ডিসেম্বর শেষ হয়।