করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। মঙ্গলবার (২৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফিফা নিশ্চিত করে বিষয়টি। খবর টাইমস অব ইন্ডিয়া’র।
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানায়, ৫০ বছর বয়সী ইনফান্তিনো করোনায় আক্রান্ত। তার শরীরে করোনার মৃদু উপসর্গ আছে। তবে করোনা পজিটিভ আসার পরপরই তাকে ১০ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
এদিকে, গত কয়েকদিনে ফিফা প্রেসিডেন্টের সংস্পর্শে আসা কর্মকর্তাদেরকে এ খবর জানিয়ে সতর্ক করে দিয়েছে ফিফা।