অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ই, সি সমৃদ্ধ জলাইয়ের তেল ত্বক ও চুল সুন্দর রাখে।
রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ত্বকের যত্নে জলপাইয়ের তেলের উপকারিতা সম্পর্কে জানানো হল।
ত্বকে যেভাবে অলিভ অয়েল কাজ করে
* জলপাইয়ের তেল ‘এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড’ সমৃদ্ধ, এটা মাখার পর ত্বক কোমল ও মসৃণ হয় ও এবং আর্দ্রতা রক্ষা করে। জলপাইয়ের তেল মালিশ কেবল রক্ত সঞ্চালনই বাড়ায় না পাশাপাশি ত্বক সুস্থ ও সুন্দর রাখতেও সহায়তা করে।
* জলপাইয়ের তেল ত্বক পরিষ্কার করে। ত্বকে জলপাইয়ের তেল মালিশ করলে তা লোমকূপে প্রবেশ করে ময়লা ও ধুলার সঙ্গে মিশে পানির সাহায্যে বের করে আনতে সহায়তা করে। তাই মুখ পরিষ্কারের আগে জলপাইয়ের তেল মালিশ করে নিতে পারেন।
* মেইক আপ তুলতে জলপাইয়ের তেল সবচেয়ে ভালো কাজ করে। এটা ত্বক কোমল রাখার পাশাপাশি ত্বকের ময়লা দূর করতে সাহায্য করে। মেইকআপ তুলতে তুলার বলে জলপাইয়ের তেল নিয়ে মুখ মুছে নিন। এরপর মৃদু ফেইস ওয়াস দিয়ে মুখ পরিষ্কার করে নিন।
* জলপাইয়ের তেল ত্বক টানটান রাখতে সহায়তা করে। তাই ত্বকের দাগ ছোপ কমাতে ও সতেজভাব আনতে প্রতিদিন জলপাইয়ের তেল মালিশ করতে পারেন