রংপুর মেডিকেলে কর্মচারীদের কর্মবিরতি

0
986
Spread the love

বুধবার বেলা ২টায় তারা এই কর্মবিরতি শুরু করেন।

সাধারণ সম্পাদক আসিকুর রহমান নয়ন বলেন, “আমি মুক্তিযোদ্ধার সন্তান ও জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক হয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে বদলির আদেশ বাতিলের আবেদন জানাচ্ছি।”

তবে কেন তিনি বদলি আদেশের বিরোধিতা করছেন সে বিষয়ে কিছু বলেননি।

বদলি আদেশের কারণও তিনি জানেন না বলে তার দাবি।

তিনি জানান, তাকে পঞ্চগড়ে আর সভাপতি আশিকুর রহমান নয়নকে রাজশাহীতে বদলি করা হয়েছে।

বদলির আদেশ বাতিল না করা পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তিনি।

হাসপাতালের সহকারী পরিচালক মোকাদ্দেস হোসেন বলেন, প্রশাসনিক কারণে তাদের বদলি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কর্মবিরতির কারণে প্রশাসনিক কার্যক্রমে সাময়িক অসুবিধা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে