চিকিৎসকদের গ্রামাঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে

0
905
Spread the love

ডা. জাফরুল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, মেডিকেল কলেজের শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬৫ থেকে ৭০ বছরে উন্নীত করা উচিত। এ ছাড়া মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দেশের প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে পরিচিত করতে হবে। চিকিৎসকদের তৃণমূলের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে। গতকাল রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে কলেজের নবগঠিত গভর্নিং বডির সভায় তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন গণবিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডা. লায়লা পারভীন বানু।

এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরী ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহরিয়ার নবী, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ, ঢাকা মেডিকেল কলেজের নিওনেটাল সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবদুল হানিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু দেলোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মঈন, অধ্যাপক ডা. মেসবাহ উদ্দিন আহমেদ, ডা. মুহিব উল্লাহ খোন্দকার, ডা. আবুল কাশেম চৌধুরী, অধ্যাপক আলতাফুন্নেসা, ড. এস তাসাদ্দেক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে