করোনা হাসপাতালের ৮৫ ভাগ শয্যাই খালি

0
607
Spread the love

২৪ ঘণ্টায় শনাক্ত ৫২৫, মৃত্যু ১২

দেশে কভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালগুলোর ৮৪ দশমিক ৭১ শতাংশ শয্যাই এখন খালি। গতকাল মোট ১০ হাজার ৮৯৩টি শয্যার মধ্যে রোগী ভর্তি ছিল ১ হাজার ৬৬৫টিতে। খালি ছিল ৯ হাজার ২২৮টি শয্যা। আর ৫৮২টি আইসিইউর মধ্যে খালি ছিল ৪০১টি। তবে স্বাস্থ্য অধিদফতরের হিসাবে দেশে এখনো শনাক্ত হওয়া সক্রিয় করোনা রোগী (সুস্থ ও মৃত বাদে) রয়েছেন ৪৭ হাজার ২৩০ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৪৫২টি নমুনা পরীক্ষায় দেশে নতুন করে ৫২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ সময় সুস্থ হয়েছেন ৫১২ জন, মারা গেছেন ১২ জন। নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৩ দশমিক ৬৩ শতাংশ। গত ৩০ জানুয়ারি ৩ শতাংশ শনাক্ত হারের তথ্য জানানো হয়। এর পর তিন দিন ধরে আবারও শনাক্তের হার বাড়ছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫ লাখ ৩৬ হাজার ১০৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ লাখ ৮০ হাজার ৭২৮ জন, মারা গেছেন ৮ হাজার ১৪৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৬৭ আর মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ১২ জনের মধ্যে ১১ জনই ছিলেন পুরুষ; একজন নারী। সবার মৃত্যু হাসপাতালে। বয়স বিবেচনায় মধ্যে সাতজন ছিলেন ষাটোর্ধ্ব, তিনজন পঞ্চাশোর্ধ্ব, একজন চল্লিশোর্ধ্ব ও একজন ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। এর মধ্যে ছয়জন ঢাকা, দুজন রাজশাহী ও একজন করে চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণের তথ্য জানানো হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে