মুখের চর্বি কমাতে ৫ অভ্যাস

0
908
Spread the love
ওজন কমানো গেলেও মুখের অংশে চর্বি কমানো বেশ কষ্টকর।

ফোলা গাল, থুতনির নিচের চর্বি মুখের সৌন্দর্য নষ্ট করে। তবে কিছু অভ্যাস রপ্ত করতে পারলে চর্বি কমান সম্ভব।

স্বাস্থ্য-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে মুখ ও থুতনির নিচে জমে থাকা বাড়তি চর্বি কমানোর উপায় সম্পর্কে জানানো হল।

মুখের ব্যায়াম: মুখের চর্বি কমানোর জন্য নানান ব্যায়াম রয়েছে। এসকল ব্যায়াম মুখের পেশি সুগঠিত করে ও আকার সুন্দর রাখে।

প্রতিদিন ১০ সেকেন্ড জিহ্বার ব্যায়াম করুন। এতে গাল ও গলার পেশিতে টান পড়ে ও বাড়তি মেদ ঝরে যায়।

শরীরচর্চা: প্রতিদিন কমপক্ষে ২০ থেকে ৪০ মিনিট কার্ডিও ব্যায়াম করুন। যেমন: দৌড়ানো, হাঁটা ও দড়ি লাফানো। এতে শরীরের বাড়তি মেদ কমবে ও অতিরিক্ত ফোলাভাব দূর হবে।

কম অ্যালকোহল: অতিরিক্ত অ্যাকোহল গ্রহণে ফোলাভাব ও মুখে চর্বির সৃষ্টি করে। অভ্যাস থাকলে অ্যালকোহল বাদ দিন, নয়ত দিনে এক গ্লাসের বেশি গ্রহণ না করাই শ্রেয়।

পরিশোধিত কার্বোহাইড্রেট গ্রহণ বাদ দেওয়া: পরিশোধিত কার্বোহাইড্রেট অল্প আঁশ সমৃদ্ধ। সাদা রুটি, সাদা ভাত, ময়দা, চিনি, সোডা ও মিষ্টিতে থাকা এই ধরনের কার্বোহাইড্রেইট দেহে বাড়তি মেদ যোগ করে। তাই প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেইটের বদলে শস্য-জাতীয় খাবার খাওয়া ভালো।

কম লবণ গ্রহণঅর্থাৎ সোডিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার কারণে দেহে ফোলাভাব ও ফুলে ওঠার সমস্যা দেখা দেয়। প্রক্রিয়াজাত খাবার লবণ সমৃদ্ধ। যা দেহে বাড়তি পানি ধরে রাখে, ফোলাভাব আনে। ফলে মুখের চর্বি বৃদ্ধি পায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে