পশ্চিমবঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সন্ধান পেলেই স্বাস্থ্যভবনকে জানানোর নির্দেশ

0
783
Spread the love

ভারতের পশ্চিমবঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত কারো সন্ধান পেলেই স্বাস্থ্য ভবনে খবর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে ভারতের একাথিক রাজ্যে মহামারি আকার ধারণ করেছে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ।

পশ্চিমবঙ্গে যেন এই রোগের সংক্রমণের বিষয়ে প্রথম থেকেই কড়া নজর রাখা যায়, সে লক্ষ্যে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে গতকাল সোমবার নির্দেশনাটি জারি করা হয়।

ওই নির্দেশনায় বলা হয়েছে, রাজ্যের যে কোনো প্রান্তে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সন্ধান পাওয়া গেলে তা জানাতে হবে স্বাস্থ্য ভবনে। এই রোগের চিকিৎসা সমস্ত হাসপাতালেই করা যাবে।

কীভাবে হবে আক্রান্তের চিকিৎসা, সেই বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে গঠন করা যেতে পারে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের দল।

পশ্চিমবঙ্গে আশঙ্কাজনক ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্তদের ক্ষেত্রে এসএসকেএম হাসপাতাল নিয়ন্ত্রক চিকিৎসাকেন্দ্র হিসাবে কাজ করবে। এছাড়া উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ আঞ্চলিক কেন্দ্র হিসেবে ব্ল্যাক ফাঙ্গাস চিকিৎসার বিষয়ে নেতৃত্ব দেবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে