খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩১ জনের মৃত্যু হয়েছে; একই সময়ে নতুন করে ৮৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
বুধবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে খুলনায় জেলায়। বাকিদের মধ্যে যশোরে ছয়, কুষ্টিয়ায় পাঁচ, ঝিনাইদহে চার, মাগুরায় তিন, চুয়াডাঙ্গায় দুই, বাগেরহাট ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।
এর আগে মঙ্গলবার বিভাগে ৪৬ জনের মৃত্যু এবং এক হাজার ৪৩৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। এতে দেখা যায় গত ২৪ ঘণ্টা বিভাগে করোনায় আক্রান্ত ও শনাক্ত দুটোই কমেছে।
এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯০ হাজার ৫৪৯ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ২৯৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫ হাজার ৪৬১ জন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।