চুল পাকার সমস্যা কমাবে চা পাতা?

0
839
Spread the love

চুল পেকে যাওয়ার সমস্যা থাকে অনেকের। কোন রোগের কারণে আবার বংশগত কারণে অনেক সময় দ্রুত চুল পেকে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই চুলে রঙ করে। আবার অনেকে চুল রঙ করতে পছন্দ করেন না। এখন প্রশ্ন হলো পাকা চুল ঢাকতে হলে কী করবেন? একটু খেয়াল করে দেখবেন ঘরোয়া উপায়েই মিলবে এর সমাধান।

রান্নাঘরে থেকে চা পাতার কৌটা হাতে নিন।  ভরসা রাখুন পছন্দের এই পানীয়তেই। অবাক হয়ে যাবেন চায়ের গুণ দেখে।

কিন্তু কী করে চা চুলে  ব্যবহার করবেন চুলে?

১) লিকার বানিয়ে নিন গরম পানিতে চা পাতা ভিজিয়ে। একটু কড়া করে বানাতে হবে লিকার। এক কাপ পানিতে ৬ চামচ চা পাতা দিয়ে দেখুন। চা তৈরি হয়ে গেলে ঠান্ডা করে নিন। তার পরে ভাল ভাবে সেই চা চুলে দিয়ে রাখুন। অন্তত ৩০ মিনিট সে ভাবেই রেখে দিন। তার পরে গরম পানিতে চুল ধুয়ে নিন। চায়ে থাকে ট্যানিক অ্যাসিড যা আপনার চুলের রং ফেরাতে সাহায্য করবে।

২) চায়ের সঙ্গে মিশিয়ে নিন কফিও, এতে রং আরও গাঢ় হবে। ৩ কাপ গরম পানিতে ৩টি চায়ের ব্যাগ দিয়ে লিকার বানান। তার মধ্যেই ৩ চামচ ইনস্ট্যান্ট কফি দিয়ে দিন। ৫ মিনিট মিশ্রণটি ফুটিয়ে নিন। তার পরে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন। একটু ঠান্ডা হয়ে গেলে ব্রাশ দিয়ে চুলে লাগিয়ে নিন। ১ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে