সর্বাত্মক লকডাউন তুলে নেওয়া হয়েছে। বুধবার থেকে চালু হয়েছে দোকানপাট ও বিপণিবিতান। সড়কে যানবাহন চলাচল শুরু হলেও অর্ধেক গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। আজ নতুন প্রজ্ঞাপন দিয়ে জানানো হয়েছে ১৯ আগস্ট থেকে পুরোদমে চালু হচ্ছে গণপরিবহণ, ট্রেন, লঞ্চ।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।