খুলনা বিভাগে করোনায় মৃত্যুর মিছিলে আরও ১৬

0
745
Spread the love

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৬ জনের মৃত্যু হয়েছে; একই সময়ে নতুন করে ৪২৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ চারজন করে মৃত্যু হয়েছে খুলনা, যশোর ও কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে ঝিনাইদে দুজন, চুয়াডাঙ্গা ও বাগেরহাটে একজন করে মারা গেছেন।

এর আগে মঙ্গলবার বিভাগে ২২ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে শনাক্ত হয়েছিল ৪৭১ জনের।

বুধবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে এক লাখ ৫ হাজার ২০৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৮৬৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯ হাজার ৭৮২ জন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে