সিলেট বিভাগে প্রায় তিনমাস ঊর্ধ্বমুখি থাকার পর শনাক্তের সংখ্যা একশর নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আটজনের মৃত্যু হয়েছে। তারা সবাই ই সিলেট জেলার বাসিন্দা। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৮০ জন।
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সোমবার (৩০ আগস্ট) সাত জনের মৃত্যু ও ২৯০ জন পজিটিভ হন।
স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৯০০ নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার আট দশমিক ৮৯ শতাংশ। নতুন শনাক্ত হওয়া ৮০ জনের মধ্যে ৪৬ জন সিলেট জেলার। এটি গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন শনাক্ত।