জাতিসংঘ থেকে ফিরে করোনাক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্টের ছেলে

0
350
Spread the love

ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসনারোর ছেলে করোনাক্রান্ত হয়েছেন। জাতিসংঘ অধিবেশন থেকে ফিরে তিনি করোনাক্রান্ত হন। নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যাওয়া ব্রাজিলীয় প্রতিনিধি দলের আরো দু’জন করোনাক্রান্ত হয়েছেন।

বলসনারোর ছেলে দেশটির আইনপ্রণেতা এদুয়ার্দো বলসনারো (৩৭) ট্ইুটারে জানিয়েছেন, তিনি ভালো আছেন। নিজেই নিজের চিকিৎসা করছেন। ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগো সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার পর কভিড-১৯ আক্রান্ত হন। তাকে নিউইয়র্কের হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। করোনাক্রান্ত অপরজন হচ্ছেন এক কূটনীতিক। তিনি জায়ের বলসনারোর আগে নিউইয়র্ক যান।

এ দিকে নিউইয়র্কে সাধারণ পরিষদের বিভিন্ন আয়োজনে বলসনারো মাস্ক ছাড়াই্ অংশ নেন। এ ছাড়া টিকা নিতেও অস্বীকৃতি জানিয়েছেন। ব্রালিজিলিয়ান প্রতিনিধি দলকে সাথে নিয়ে বলসনারো নিউইয়র্কের ফুটপাত থেকে পিজ্জা কিনে খান। এটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তিনি কিছু পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ নেন। নিউইয়র্ক থেকে ফিরে তিনি তার সরকারি বাসভবনে আইসোলেশনে চলে যান। কারণ তিনি স্বাস্থ্য মন্ত্রীর সংস্পর্শে এসেছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে