বাংলাদেশকে ২ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে মালদ্বীপ

0
514
Spread the love

উপহার হিসেবে বাংলাদেশকে দুই লাখ ১ হাজার ৬০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে মালদ্বীপ। টিকাগুলো কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দোহা হয়ে শুক্রবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বুধবার এ উপলক্ষে মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। খবর ইউএনবির

মালদ্বীপ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তান্তর করা এই টিকাগুলো কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দোহা হয়ে শুক্রবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, এই উপহার দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে