বিশ্বজুড়ে করোনা জয়ীর সংখ্যা ২১ কোটি ৭২ লাখ ছাড়াল

0
432
Spread the love

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। ভাইরাসটি প্রতিরোধে সারাবিশ্বে জোরকদমে চলছে টিকাদান কর্মসূচি। এর সুফলও পাওয়া যাচ্ছে।

করোনায় এখন পর্যন্ত গোটা বিশ্বে মৃত্যু হয়েছে ৪৮ লাখ ৮৯ হাজার মানুষের। আক্রান্ত হয়েছেন প্রায় ২৪ কোটি মানুষ। এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে, ইতোমধ্যে ২১ কোটি ৭২ লাখের বেশি মানুষ এই ভাইরাসকে জয় করেছেন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল ৯টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৪৮ লাখ ৮৮ হাজার ৭২৭ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ২৩ কোটি ৯৯ লাখ ৭ হাজার ৮০০ জন মানুষ। তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ২১ কোটি ৭২ লাখ ৪৬ হাজার ১৮৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে