করোনায় আরও দুজনের মৃত্যু

0
607
Spread the love

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সংক্রমণ ও মৃত্যু কমছেই। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। মৃত দুজনই নারী।

মৃত দুই নারীর বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং তারা ঢাকা বিভাগের বাসিন্দা। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯২৮ জনে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২১৩ জন। তাদের মধ্যে ১৬২ জনই ঢাকা বিভাগের, যা ২৪ ঘণ্টায় মোট শনাক্তের অর্ধেকের বেশি।

এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ৯৪৮ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক শূন্য ৩।

অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২২৩ জন। এ নিয়ে করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩৬ হাজার ৯৬৭ জন।

গত ২৪ ঘণ্টায় দেশের বাকি সাত বিভাগে কারও মৃত্যু হয়নি। এছাড়া দেশের ৩৬টি জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে, ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে ২১ হাজার ৩৩টি নমুনা সংগ্রহ এবং ২০ হাজার ৭৬৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক শূন্য ৩ শতাংশ। এ পর্যন্ত মোট এক কোটি ছয় লাখ ৩৪ হাজার ২৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যার পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৯ শতাংশ।

দেশে করোনা সংক্রমণ প্রথম ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। গত ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১৪ সেপ্টেম্বর তা ২৭ হাজার ছাড়িয়ে যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে