ভারতে ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার

0
331
Spread the love

ভারতে ঝড়ের গতিতে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ। এবার এক লাফে প্রায় ৫৫ শতাংশ বাড়ল দেশটির দৈনিক সংক্রমণ।

মঙ্গলবার দৈনিক সংক্রমণ ছিল ৩৭ হাজার ৩৭৯। কিন্তু গত ২৪ ঘণ্টায় তা ২১ হাজারেরও বেশি বেড়েছে।

বুধবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন বলেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৮ হাজার ৯৭ জন। মৃত্যুর সংখ্যা মঙ্গলবারের তুলনায় প্রায় ৪ গুণ বেড়েছে।

মঙ্গলবার গোটা ভারতে কোভিডে মৃত্যুর সংখ্যা ছিল ১২৪। কিন্তু শেষ ২৪ ঘণ্টায় সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যু। এই সময়ে ৫৩৪ জনের মৃত্যু হয়েছে। সূত্র: আনন্দবাজার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে