সিলেটে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত

0
330

ভয়ংকর রূপ ধারণ করেছে সিলেটের করোনা পরিস্থিতি। সর্বশেষ চব্বিশ ঘণ্টায় মারা গেছেন আরও দুজন। এ সময়ে করোনাক্রান্ত হয়েছেন পাঁচ শতাধিক ব্যক্তি। যা গত প্রায় ছয় মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, রবিবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনাক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন। তারা সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৯১ জনে। এর আগের ২৪ ঘণ্টায়ও সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা যান ২ জন। গত ডিসেম্বরে সংক্রমণ ও মৃত্যু কমে আসলেও চলতি মাসের শুরু থেকে তা বেড়েছে।

এদিকে, রবিবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১ হাজার ৪৬৪ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫২৯ জন নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্তের হার ৩৬.১৩ শতাংশ। নতুন শনাক্তদের মধ্যে সর্বোচ্চ ৩৯৭ জন সিলেট জেলার। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৩৭, মৌলভীবাজারের ৭০ জন ও হবিগঞ্জের ২৫ জন রয়েছেন। সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা এখন ৫৭ হাজার ৯৯৮ জন। এদিকে, সর্বশেষ চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪ জন। সবমিলিয়ে সুস্থ ব্যক্তির সংখ্যা ৫০ হাজার ৪৭৩ জন। নতুন ৪৪ জনসহ বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪৯ জন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে