বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা
করোনা মৌসুমি ব্যাধিতে পরিণত হতে পারে
করোনাভাইরাসের তান্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনো কার্যকর টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্বের নামকরা প্রতিষ্ঠানগুলো। এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপবিষয়ক আঞ্চলিক পরিচালক হ্যান্স কুগ করোনাভাইরাস মৌসুমি সংক্রমণ ব্যাধিতে পরিণত হওয়ার বিষয়টি নাকচ করে দেননি। সোমবার বার্তা সংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ ভাইরাসকে ইনফ্লুয়েঞ্জা গ্রুপের সমগোত্রীয় উল্লেখ করে বলেন, সে হিসেবে এটি মৌসুমি সংক্রমণ ব্যাধিতে পরিণত হতে পারে। তিনি আরও বলেন, ‘একজন আশাবাদী হিসেবে আমার নীতি হলো সবচেয়ে ভালোটাই আশা করা। কিন্তু সবচেয়ে খারাপটার জন্যও প্রস্তুত থাকতে হয়।’
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন।