নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শাহ আলম (২২) নামে ওই যুবকের মৃত্যু হয় সোমবার রাত ৮টার দিকে। এ নিয়ে এ বছর নিপাহ ভাইরাসে আটজনের মৃত্যু হলো। আক্রান্ত হয়েছে ১১ জন।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন (আরএস) ডা. মোহাম্মদ আলাউদ্দিন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই যুবক নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় (১৩ ফেব্রুয়ারি) রাতে মারা গেছেন।’
মৃত শাহ আলম নরসিংদীর রায়পুরা উপজেলার জালাল হোসেনের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন।