এটির প্রধান কারণ বাতাসের ক্ষুদ্র কণা বা পিএম ০.২৫ মাইক্রোন কণা, সেই সঙ্গে গ্লাইকোপ্রোটিনজাতীয় উদ্দীপক, বাতাসে বিদ্যমান মাইটের মল, ঘাস, বাঁশ, ফুলের পরাগ, জীবজন্তুর লোম, লালা ও মূত্র এবং বিভিন্ন উদ্ভিদের গ্লাটোপ্রোটিনজাতীয় ভগ্নাংশ, যা অ্যালার্জি তৈরি করে অথবা ক্ষুদ্রাতিক্ষুদ্র বায়ুবাহিত ঠাণ্ডা, গরম এবং আর্দ্রতাজাতি অ্যালার্জি।
উপশম
নেবুলাইজেশনসহ মস্তিষ্কে কার্যকর কাশি নিরোধক ওষুধ, মাস্কের মাধ্যমে মেনথল মিশ্রিত উষ্ণ জলের ধোঁয়া, লবঙ্গ মিশ্রিত উষ্ণ জলের ধোঁয়া এ ধরনের কাশি কমাতে সাহায্য করে।
ডা. এম এ হাসান
প্রেসিডেন্ট এবং প্রধান গবেষক
অ্যালার্জি অ্যাজমা ও এনভায়রনমেন্টাল রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ