আবারও দূষিত বায়ুর শহরের শীর্ষে ঢাকা

0
934
Spread the love

করোনায় লকডাউনের সময় ঢাকার বায়ুর মান ভালো হয়েছিল। এখন আবারও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে ঢাকার বাতাস। বিশ্বের সব দেশকে পেছনে ফেলে গতকাল দূষিত শহরের তালিকার শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। গত বছর ঢাকার বায়ুমান সূচক আগের সব রেকর্ড ছাড়িয়ে যায়। তখন পরিস্থিতি মোকাবিলায় রাস্তায় প্রতিদিন পানি দেওয়াসহ দীর্ঘমেয়াদি ব্যবস্থা নিতে দুই সিটি করপোরেশন ও পরিবেশ অধিদফতরকে নির্দেশ দেয় আদালত।

মানুষের স্বাভাবিক সহ্যক্ষমতা ৫০ একিউআই হলেও ঢাকার বায়ুমান সূচক গতকাল সকাল থেকে মানুষের স্বাভাবিক সহ্যক্ষমতার ছয় গুণ ওপরে অবস্থান করেছে। বাতাসে অতিরিক্ত ধূলিকণার কারণে দিনভর ঢাকায় ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশ ছিল। যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান যাচাই সফটওয়্যার এয়ার ভিজ্যুয়ালের তথ্য মতে, গতকাল বিকাল ৪টায় ঢাকার বায়ুমান সূচক ছিল ৩১৫ একিউআই। ঢাকার প্রতি ঘনমিটার বাতাসে সূক্ষ্ম ধূলিকণা পিএম২.৫ এর উপস্থিতি রয়েছে ২৬৪.৭ ঘনমিটার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে