ওমিক্রন ও ডেল্টার মধ্যে পার্থক্য কী?

0
345
Spread the love

বিশ্বজুড়ে নতুন করে তাণ্ডব শুরু করেছে করোনাভাইরাস। দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে বিশ্বে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে ডেল্টার তুলনায় ওমিক্রনের ৪টি আলাদা বিষয় তুলে ধরা হয়েছে।

ওমিক্রন ও ডেল্টার মধ্যে পার্থক্য 

ডেল্টা ও ওমিক্রন দুটোই করোনার ধরন হলেও এর মধ্যে পার্থক্য রয়েছে। বিশেষজ্ঞদের মতে অবসাদ, জয়েন্টে ব্যথা, ঠাণ্ডা, মাথা ব্যথা এই চারটি ওমিক্রনের এমন লক্ষণ যা ডেল্টা থেকে আলাদা। এছাড়া স্বাদ-গন্ধ চলে যাওয়া যা ডেল্টার অন্যতম লক্ষণ হলেও তা ওমিক্রনের ক্ষেত্রে মাঝেমধ্যে দেখা যায়।

ওমিক্রনে শ্বাসকষ্ট নাও হতে পারে

গত সপ্তাহে, একজন চিকিৎসক পরামর্শ দিয়েছিলেন যে ডেল্টার মতো ওমিক্রনে শ্বাসকষ্ট নাও হতে পারে। এর ফলে ওমিক্রনের কারণে ফুসফুস সংক্রমিত হতে পারে। এর মানে ডেল্টা সংক্রমণের কারণে অনেক মানুষ যে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং শ্বাসকষ্টে ভুগেছেন নতুন রূপের ক্ষেত্রে এমন নাও হতে পারে।

ভ্যাকসিনের প্রভাব ও রোগ প্রতিরোধ ক্ষমতা

বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভ্যাকসিন দেওয়ার ফলে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় তা ওমিক্রন প্রতিরোধী নাও হতে পারে। ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো নতুন ভ্যাকসিনের কার্যকারিতা মূল্যায়ন করতে তাদের নিজ নিজ ওষুধ পরীক্ষা করছে।

ভালো থাকা যায় উপায়

সুস্থ এবং ফিট থাকার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা এবং ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে নিজেকে সংক্রমিত হওয়া থেকে রক্ষা করা হলো সর্বোত্তম উপায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে