ওমিক্রন বিএফ-৭ এর লক্ষণ

0
246
Spread the love

করোনায় ইতিমধ্যেই অনেক মানুষের মৃত্যু হয়েছে। চীনে আবার বাড়তে শুরু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিনকে দেশে করোনার সঠিক পরিসংখ্যান প্রকাশ করতে বলেছে। করোনার নতুন সাবভেরিয়েন্ট ওমিক্রণ বি এফ-৭।

চীনের পাশাপাশি বিভিন্ন দেশে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।

সাধারণ সর্দি-কাশি:

সাধারণ সর্দি-কাশি শুধু শীতেই এটা ঠিক নয়। তবে এই ঠাণ্ডার লক্ষণ সাধারণত একই থাকে। সংক্রমণের ৫-৭ দিন পর ধীরে ধীরে হ্রাস পায়। গ্রীষ্মের সর্দি-কাশির সাধারণ উপসর্গ হল ঠান্ডা, অ্যালার্জি, হাঁচি, নাক দিয়ে জল পড়া, গলা চুলকানো, কাশি, কখনও কখনও জ্বর।

কোভিডের সাধারণ লক্ষণ:

কোভিডের সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে কাশি, প্রচণ্ড জ্বর, গলা ব্যথা, বুকে ব্যথা, শ্বাসের সমস্যা। ভাইরাস সংক্রমণের গোড়া থেকেই এই লক্ষণগুলি ফুটে ওঠে রোগীর শরীরে। জ্বরও কমতে চায় না।

ওমিক্রন বিএফ-৭ লক্ষণ:

>এই ভেরিয়েন্টের উপসর্গ হিসেবে বলা যায়, গলা ব্যথা, জ্বর, সর্দি, কাশি, ক্লান্তি, শরীর ব্যথা, মাথাব্যথা, শ্বাসকষ্ট। চিকিৎসকরা বলেছেন, যদি ৫ দিন পরও জ্বর-কাশির মতো উপসর্গ থেকে যায়। তাহলে কোভিড টেস্ট করাতে হবে।

> ওমিক্রন বিএফ-৭ এ আক্রান্ত হলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় শ্বাসযন্ত্র। ফলে কফ জমতে থাকে। কাশির সময় সেই ঘরঘরানি শব্দ হয়। কণ্ঠনালিতে কফ জমায় কথা বলার সময়ও সেটা বোঝা যায়। এই উপসর্গ এড়িয়ে যাবেন না।

>অনেক সময় শুধু বমি, মাথা ঘোরার মতো লক্ষণ দেখা দেয়। ঘন ঘন বমি, মাথা ঘোরা ও দুর্বলতা বোধ করার মতো লক্ষণ দেখলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে