দেশে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আজকালের মধ্যে যে কোনো সময় আসছে নতুন নির্দেশনা। আনুষ্ঠানিকভাবে লকডাউন না হলেও অনেকটা আগের আদলেই বেশ কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা এবং কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হবে বলে সরকারি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। সভা-সমাবেশ, কর্মসূচি, জমায়েত, পর্যটন ও বিনোদনমূলক ভ্রমণ, মেলা, জনবহুল সামাজিক আয়োজনে সাময়িক নিষেধাজ্ঞাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
করোনা মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি বিশেষজ্ঞ কমিটি ও স্বাস্থ্য অধিদফতরের বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে এরই মধ্যে এ সংক্রান্ত সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। এখন প্রধানমন্ত্রীর দফতরের অনুমোদনের অপেক্ষায় আছে বলে ওই সূত্র জানায়।