করোনায় নয় সহস্রাধিক স্বাস্থ্যকর্মী আক্রান্ত, মৃত্যু ১৮৯

0
367
Spread the love

মহামারি করোনাভাইরাসে গত প্রায় তিন বছরে (৩৫ মাস) রাজধানীসহ সারাদেশে চিকিৎসক ও নার্সসহ নয় সহস্রাধিক স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে তিন হাজার ১৫৩ জন চিকিৎসক, ২ হাজার ৩৩১ জন নার্স এবং ৪ হাজার ৯৩ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন। এসময়ে আক্রান্তদের মধ্যে তিনজন ডেন্টাল সার্জনসহ ১৮৯ জন প্রাণ হারিয়েছেন।

বুধবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। ২০২০ সালের ৮ মার্চ থেকে চলতি বছরের ২ ফেব্রুয়ারি পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ৯ হাজার ৫৭৭ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হন। তাদের মধ্যে তিন হাজার ১৫৩ জন চিকিৎসক, ২ হাজার ৩৩১ জন নার্স এবং ৪ হাজার ৯৩ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে