কিডনির শত্রু উচ্চ রক্তচাপ

0
7
Spread the love

বিভিন্ন ধরনের কিডনি রোগ আছে যেমন- কিডনি বিকল, কিডনির ইনফেকশন, কিডনির পাথর, নেফ্রোটিক সিনড্রোম, পারিবারিক কিডনি রোগ। এ ছাড়া আরও অনেক কিছু।

কিডনি বিকল দুই ধরনের। আকস্মিক কিডনি বিকল ও ধীরগতিতে কিডনি বিকল। বাংলাদেশের প্রেক্ষাপটে ধীরগতিতে কিডনি বিকলের প্রথম ও প্রধান কারণই কিডনিজনিত ইনফেকশন, অর্থাৎ Glomerulo nephritis কিন্তু বিশ্বের অন্যান্য দেশে ডায়াবেটিসই ধীরগতিতে কিডনি বিকলের প্রথম ও প্রধান কারণ।

এছাড়া যদিও আমাদের দেশে কিডনি বিকলের দ্বিতীয় প্রধান কারণ। উচ্চ রক্তচাপ হচ্ছে ধীরগতিতে কিডনি বিকলের কারণ। কেউ কেউ বলেন, উচ্চরক্ত চাপ কিডনির শত্রু। এ ছাড়া ADPKD  অর্থাৎ বংশগত কিডনি রোগ, Obstructive Uropathy প্রস্রাব ইনফেকশন, কিডনির পাথর ছাড়া অন্য বহু কারণে দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ সেবন, ধীরগতিতে কিডনি বিকল হতে পারে।

তাই ধীরগতিতে কিডনি বিকল প্রতিরোধের জন্য অবশ্যই ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। মেনে চলতে হবে চিকিৎসকের পরামর্শ।

সূত্র : হেলথ জার্নাল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে