ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমান। এ একাদশে অধিনায়কের জায়গায় রাখা হয়েছে পাকিস্তানি ক্রিকেটার বাবর আজমের নাম। ওপেনার হিসেবে আছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও পাকিস্তানের আরেক ক্রিকেটার ফখর জামান। তিনে বাবর এবং চারে আছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেন।
তালিকায় পাঁচে রয়েছেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৯ ম্যাচ খেলে ব্যাট হাতে ৩৯.৫৭ গড়ে করেছেন ২৭৭ রান। বল হাতে নিয়েছেন ১৭ উইকেট। উইকেটরক্ষক হিসেবে তালিকার ছয়ে জায়গা করে নেওয়া বাংলাদেশি ব্যাটার মুশফিকুর রহিম বছড়জুড়ে ৯ ম্যাচ খেলে ব্যাট হাতে ৫৮.১৪ গড়ে করেছেন ৪০৭ রান।
এরপরেই আছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা, আইরিশ স্পিনার সিমি সিং, আইরিশ ক্রিকেটার জোশ লিটল, শ্রীলঙ্কান পেসার দুশামান্থা চামিরা। একাদশের শেষে থাকা বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান ১০ ম্যাচ খেলে ৫.০৩ ইকোনমিতে নিয়েছেন ১৮টি উইকেট।