চিকিৎসা শিক্ষা-গবেষণায় বিএসএমএমইউ ভিসির প্রয়োজনীয় নির্দেশনা

0
378

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসা শিক্ষা, পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

শনিবার (৬ নভেম্বর) বেসিক সায়েন্স ভবনে বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে এ নির্দেশনা দেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের বেসিক সাইন্স ভবনে বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সাইন্স অনুষদের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। তিনি ফিজিওলজি বিভাগ, ফার্মাকোলজি বিভাগ, অ্যানাটমি বিভাগ, প্যাথলজি বিভাগ, বায়োকেমিস্ট্রি বিভাগ, ভাইরোলজি বিভাগ, মাইক্রোবায়োলজি বিভাগ এবং সেন্টার ফর অ্যাডভান্সড বায়োমেডিক্যাল রিসার্চ পরিদর্শন করেন।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, মেডিকেল টেকলোলজিস্ট, টেকনিশিয়ান ও কর্মচারীবৃন্দের সঙ্গে কথা বলে বিভিন্ন বিভাগের কার্যক্রমের খোঁজ-খবর নেন।

পরিদর্শনকালে অধ্যাপক শারফুদ্দিন চিকিৎসা শিক্ষা, পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে আন্তর্জাতিক মান বজায় রেখে ডেঙ্গুর জেনোম সিকোয়েন্সিং নিয়ে চলমান গবেষণাসহ বিভিন্ন গবেষণা কার্যক্রম, হাসপাতালের স্থানের যথাযথ ব্যবহার, বিশ্বের সর্বাধুনিক যন্ত্রপাতি সংযোজন নিশ্চিত করাসহ প্রতিটি বিভাগের আরও আধুনিকায়ন ও উন্নয়ন নিশ্চিত করতে দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়াও তিনি বহির্বিভাগ ভবন-২ এর বেজমেন্টে অবস্থিত ল্যাবরেটরি সার্ভিস সেন্টারসহ ওয়ান পয়েন্ট কালেকশন সেন্টার, ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসিসহ ক্যাম্পাস পরিদর্শন করেন।

এ সময় বিএসএমএমইউর মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার-ই-মাহাবুব, সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর ডা. মো. ফারুক হোসেন, সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর ডা. মো. নাজির উদ্দিন মোল্লা, বিএসএমএমইউর সহকারী প্রক্টর ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, সহকারী পরিচালক ডা. পবিত্র কুমার দেবনাথ, সেবা-তত্ত্বাবধায়ক সন্ধ্যা রাণী সমাদ্দার, মিডিয়া সেলের সমন্বয়ক সুব্রত বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে