নিষেধাজ্ঞা থেকে ফিরেই ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। এবার টি-২০ অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও দুইয়ে জায়গা করে নিলেন। গতকাল প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে ২৯৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। দ্বিতীয় স্থানে থাকা সাকিবের রেটিং ২৬৮। নিষিদ্ধ হওয়ার সময়ও একই র্যাঙ্কিংয়ে ছিলেন।