ডায়াবেটিক হাসপাতালে অত্যাধুনিক ল্যাবরেটরির উদ্বোধন

0
254
Spread the love

মাগুরার পারনান্দুয়ালী গ্রামে নব-নির্মিত ২৫ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালে স্থাপিত অত্যাধুনিক ল্যাবরেটরির উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটির উদ্বোধন করেন।

এ উপলক্ষে হাসপাতাল মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহা-পরিচালক মোহম্মদ সাইফ উদ্দিন, ঢাকা বারডেমের ল্যাবরেটরি, সায়েন্স ডিভিশনের পরিচালক অধ্যাপক ডাক্তার এম শওকত হাসান, বারডেমের প্রিন্সিপাল রিসার্চ অফিসার ও ইমিউনলজি বিভাগের ডাক্তার মো. সোহরাব আলম, সাবেক সংরক্ষিত সংসদ সদস্য কামরুল লায়লা জলি।

সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার শহিদুল্লাহ দেওয়ান, মাগুরা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ হেল কাফি, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার জয়ন্ত কুমার কুণ্ডু, মাগুরা ডায়াবেটিক হাসপাতালের ডাক্তার মুন্সী মো. সাদুল্লাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, আব্দুর রউফ মাখন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।

প্রসঙ্গত, ৪ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সম্প্রতি মেডিকেল আসবাবপত্রসহ অত্যাধুনিক মানের নতুন এই ল্যাবরেটরিটি স্থাপন করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে